রাঙামাটি । মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২৩, ২৫ নভেম্বর ২০২১

লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অর্থ সহায়তা

লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অর্থ সহায়তা

।। লংগদু (রাঙামাটি) প্রতিনিধি ।। রাঙামাটির লংগদুতে পূর্ব রাঙ্গীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তাসহ এককালীন আর্থিক নগদ অর্থ প্রদান করেছে উপজেলা পরিষদ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে লংগদু উপজেলা পরিষদের চেয়রাম্যান আব্দুল বারেক সরকার পূর্ব রাঙ্গীপাড়া এলাকায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান এবং তাদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, পরিবার প্রতি তিনটি করে শীত কম্বল ও ব্যক্তিগত পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা করে প্রদান করেন।

এ সময় বগাচতর ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন ও সদস্য বোরহান উদ্দিন, যুব নেতা যশো চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে পূর্ব রাঙ্গীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ফলে সুভাষ চাকমার মুদি দোকান ও পিপা চাকমার কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে দুই দোকান মালিকের আনুমানিক ১৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয় বলে ক্ষতিগ্রস্তরা জানায়।

আলোকিত রাঙামাটি