রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:১৯, ৩০ নভেম্বর ২০২১

কেপিএমে সিবিএ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

কেপিএমে সিবিএ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

কেপিএম সিবিএ নির্বাচনে অংশ নিতে অসুস্থ শরীরে ছুটে যাচ্ছেন মিলের শ্রমিক মোঃ মোফাজ্জল হোসেন।


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) শান্তিপূর্ণভাবে সিবিএ (কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

সিবিএ নির্বাচনে এবার তিনটি শ্রমিক সংগঠন অংশ নিচ্ছে। সংগঠন গুলোর মধ্যে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজি নং- চট্ট-২৬২১) চাকা প্রতীক, কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন (রেজি নং চট্ট -২৭৫০) ছাতা প্রতীক এবং কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং- চট্ট -৮) হাতুড়ি প্রতীক।

কেপিএম সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মিলে ২১৯ জন ভোটার রয়েছে। এই ভোটারগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সিবিএ নির্বাচিত করবে।

এদিকে, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া ওইদিন সকালে নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কেপিএমের জিএম (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন, ওসি মোঃ নাসির উদ্দিন, ওসি (তদন্ত) আকতার হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়