রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:৩৯, ৩০ নভেম্বর ২০২১

প্রান্তিক জনগোষ্ঠী ও জনপদ উন্নয়নে সকলের সহযোগিতায় এগিয়ে আসতে হবে

প্রান্তিক জনগোষ্ঠী ও জনপদ উন্নয়নে সকলের সহযোগিতায় এগিয়ে আসতে হবে

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- বর্তমান সরকার পার্বত্য এলাকায় উন্নয়নে আন্তরিক। প্রান্তিক জনগোষ্ঠী ও জনপদ উন্নয়নে সকলের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) জুরাছড়ি উপজেলার উন্নয়ন কার্যক্রম পরির্দশনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব কথা বলেন।

ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় স্থানীয় কার্বারী কালা ধন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

এ সময় পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ঘিলাতলী জুনিয়র স্কুলের ভবন ও বৌদ্ধ বিহারে ভবন নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। পরে মৈদং ইউনিয়নের পানছড়ি মূখ ছড়ায় ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়