রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:১২, ১৭ ডিসেম্বর ২০২১

কাপ্তাইয়ে ৫০ জন যন্ত্রশিল্পী বাজালেন দেশের গান

কাপ্তাইয়ে ৫০ জন যন্ত্রশিল্পী বাজালেন দেশের গান

কাপ্তাই শিল্পকলা একাডেমীর যন্ত্রশিল্পীরা দেশের গান বাজাচ্ছেন।


মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাইঃ- মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির ৫০ জন যন্ত্রশিল্পী একসাথে বাজালেন দেশের গান।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও সদস্য নাসির উদ্দীন মিনহাজ এই যন্ত্র সংগীত পরিচালনা করেন। 

এ সময় শিল্পকলা একাডেমির যন্ত্র শিল্পীরা তবলা, বাংলা ঢোল, মৃদঙ্গ, গীটার, কিবোর্ড, কাহন, পারকিউশান, বাঁশি সহযোগে "সূর্যদয়ে তুমি সূর্যাস্তে তুমি, জয় বাংলা বাংলার জয়, "আমরা করবো জয়" এবং "আমার সোনার বাংলা" গানগুলো একসাথে যন্ত্র সংগীতের মাধ্যমে বাজিয়ে উপস্থিত হলভর্তি দর্শকদের অনাবিল আনন্দ দেয়।

পরে অংশগ্রহণকারী সকল যন্ত্র শিল্পীদের উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রশংসাপত্র প্রদান করেন। এ সময় তিনি এই পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।

পরিবেশনকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ