রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৫৭, ২৮ ডিসেম্বর ২০২১

কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো লক্ষ্মীপেঁচা

কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো লক্ষ্মীপেঁচা

উদ্ধারকৃত লক্ষ্মীপেঁচা।


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে একটি লক্ষ্মীপেঁচা। গত সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলাধীন লিচুবাগান করিম মুন্সির বাসার পিছনের বন থেকে উদ্ধারকৃতস লক্ষ্মীপেঁচাটি কাপ্তাই বন বিভাগের সহযোগীতায় অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্ এর নির্দেশনায় কাপ্তাই জাতীয় উদ্যানে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এই লক্ষ্মীপেঁচাটি অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে বন বিভাগের সহযোগীতায় কাপ্তাই জাতীয় উদ্যানে বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। এবং একই সাথে বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়