রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২০:১৪, ১২ জানুয়ারি ২০২২

সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু 

সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেটকাবা এলাকায় ডায়রিয়া আক্রান্ত হয়ে নিতি চাকমা নামে এক বছরের এক  শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা সবিনয় চাকমা বলেন, মঙ্গলবার ( ১১ জানুয়ারী) তার মেয়ের  হঠাৎ বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বমির পাশাপাশি ৪/৫ বার পাতলা পায়খানা করে রাতে অসুস্থ হয়ে পরে। দূর্গম এলাকা হওয়ায় রাতে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। বুধবার (১২ জানুয়ারী) সকালে অবস্থার বেগতিক দেখে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার উদ্দেশ্য রওনা হলে পথে শিশুটি মৃত্যু বরণ করে।

এলাকার কারবারি প্রভাত চাকমা বলেন, গত বছর এই দিনে এলাকায় হঠাৎ করে ডায়রিয়া দেখা দেয়। সে সময় এক শিশু সহ তিনজন মারা গেছেন। তিনি মনে করেন বছরের এই সময়টাতে এলাকার ঝিড়ি, ছড়া গুলো শুকিয়ে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়। ফলে ময়লা দুর্গন্ধ যুক্ত পানি ব্যবহার থেকে এসব রোগবালাই ছড়িয়ে পরে। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। অভিভাবকদের অবহেলায় শিশুটি অকালে ঝরে গেলো।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ