রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২০:২৪, ১২ জানুয়ারি ২০২২

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শতাধিক হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। 

বুধবার (১২ জানুয়ারী) সাজেক পর্যটন এলাকার রুইলুই পাড়া কমিউনিটি ক্লিনিকে এলাকার দুস্থ জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী, বাঘাইহাট জোন। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন ৬ই বেংগল, বাঘাইহাট জোনের আর এম ও ক্যাপ্টেন মোঃ ফায়জুল ইসলাম, এএমসি।  

সাজেক পর্যটন এলাকা এবং পার্শ্ববর্তী কংলাক পাড়া, ফাইলিং পাড়া, সিজক ছড়া, ডাব আদম, হাউস পাড়াসহ প্রত্যন্ত এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় বাগাইহাট জোন এই উদ্যোগ গ্রহণ করে। এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে জানা যায়।

আলোকিত রাঙামাটি