রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২৮, ১৩ জানুয়ারি ২০২২

চন্দ্রঘোনায় পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আটক

চন্দ্রঘোনায় পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আটক
ছবিঃ বা থেকে বিশেষ ক্ষমতা আইনে আটক আসামী জারণ বড়ুয়া (লুঙ্গি পরিহিত) ও আটক ছিনতাইকারী দলের সদস্য সাকিব।

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের পলাতক এক আসামী ও একাধিক মামলার আসামী ছিনতাইকারী দলের এক সদস্যকে আটক করেছে গত বুধবার (১২ জানুয়ারী) রাতে। আটক আসামীদের রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ঘটনার দিন রাতে এসটি ৬৮/০৯ ও জিআর-৮৬১/০৮ ধারার বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী জারণ বড়ুয়া (৪০), পিতা-মৃত লাল মোহন বড়ুয়া, রাইখালী বাজার, মুদসুদ্দী পাড়া, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙামাটিকে আটক করে। সে ৩টি মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী।

এদিকে, একইদিন রাতে থানার অপর একটি দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই, রাহাজানি ও চোরদলের সদস্য সাকিব উদ্দিন (১৮), পিতা- নুর ইসলাম, সাং- বালুখালী, রাইখালী ইউনিয়ন, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙামাটি কে আটক করা হয়। 

সংঘবদ্ধ দলটি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। ওই দলের অপর সহযোগীদের ইতিপূর্বে গ্রেফতার করা হয় এবং তাদের দখল হতে চোরাই সিএনজি, ব্যাটারি গাড়ী উদ্ধার করা হয়েছে।

আটক আসামীর বিরোদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে। আটক আসামীদের রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়