রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ

প্রকাশিত: ১১:২৯, ১৯ মার্চ ২০১৯

বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিহত

বিলাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে সেভেন মার্ডারের কয়েক ঘণ্টার মধ্যেই এবার বিলাইছড়িতে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের আলিখ্যং এলাকায়  এ ঘটনা ঘটে। নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

বিলাইছড়ি থানার ওসি পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা উপজেলার ফারুয়া ইউনিয়নের নিজ এলাকায় নির্বাচনী কাজ শেষে সকাল ৯টার দিকে নৌকায় করে ৫-৬ জন সঙ্গীকে সাথে নিয়ে বিলাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন। অলিখ্যং এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা সুরেশ কান্তি তংচংগ্যাকে নৌকা থেকে নিয়ে গিয়ে গুলি করে পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

তবে জনসংহতি সমিতি (জেএসএস) এর জেলা শাখার সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা ঘটনার সঙ্গে জড়িতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, আমরা এ ধরনের অপরাজনীতি করি না। আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়