রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ এপ্রিল ২০১৯

জুরাছড়িতে ৩দিন ব্যাপি "দুগ্ধবতী গাভী পালন" বিষয়ক প্রশিক্ষণ

জুরাছড়িতে ৩দিন ব্যাপি

রাঙামাটির জুরাছড়িতে ৩দিন ব্যাপি "দুগ্ধবতী গাভী পালন" বিষয়ক প্রশিক্ষণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ এপ্রিল) সকালে রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমা এর সভাপতিত্বে এবং রাঙামািট যুব উন্নয়ন অধিদপ্ত ও পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে 'আমার বাড়ি আমার খামার' প্রকল্পের জুরাছড়ি উপজেলার উপকারভোগীদের ২২ তম ব্যাচের ৩ দিন ব্যাপি" দুগ্ধবতী গাভী পালন " বিষয়ক প্রশিক্ষণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও উক্ত প্রশিক্ষণে জুরাছড়ির উপজেলার ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউছুফ হাসান চৌধুরী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনার যে জ্ঞান অর্জন করবেন তা সঠিক ভাবে কাজে লাগানোর জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহবান জানান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়