রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৩১, ২০ অক্টোবর ২০১৯

বরকলে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা 

বরকলে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা 

রাঙামাটির বরকলে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে বরকল উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবু বিধান কুমার চাকমা, উপজেল ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি সুচরিতা চাকমা সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানগণ, বরকল থানার ওসি, ৪৫ বিজিবি’র প্রতিনিধি, আনসার ভিডিপি’র প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও উপজেলাস্হ সরকারী কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।

নিম্নে উপজেলা চেয়ারম্যান বিধান কুমার চাকমা কর্তৃক উপস্হিত সকলের সাথে আলোচ্য বিষয়গুলো তুলে ধরা হলঃ-

১। এলাকার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

২। বরকল উপজেলায় যেসমস্ত উন্নয়ন মূলক কাজ হচ্ছে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন।

২। আসন্ন পি এস সি, জে এস সি পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ এবং ভাল ফলাফল অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন।

৩। উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মান এবং উপজেলা বনবিভাগ চারা রোপন করার জন্য ৫০ শতক জায়গার বিষয়ে চেয়ারম্যান-নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জানান।

৪। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ হতে ৪ জন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তিকে ৫০, ০০০ হাজার টাকা করে মোট ২,০০০০০ দুই লক্ষ্য টাকার চেক প্রদান করা হয়।

৫। উক্ত সভায় কলাবুনিয়ায় আব্দুর রহমান কর্তৃক ভূমি দখলের বিষয়টি আনসার ভিডিপি ইউনিয়ন লিডার মনির তুলে ধরেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়