রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৩:১৯, ২১ অক্টোবর ২০১৯

“বৈজ্ঞানিক পদ্বতিতে গবাদিপ্রাণী হৃষ্টপুষ্টকরণ” বিষয়ক প্রশিক্ষণ

“বৈজ্ঞানিক পদ্বতিতে গবাদিপ্রাণী হৃষ্টপুষ্টকরণ” বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটি বরকল উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে, ৪ দিন ব্যাপী "বৈজ্ঞানিক পদ্বতিতে গবাদি প্রাণী হৃষ্টপুষ্টকরণ" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বরকল উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে, প্রাণী সম্পদ অধিদপ্তরের সভাকক্ষে- প্রাণী সম্পদ কর্মকর্তা পলি রানী ঘোষ এর সভাপতিত্বে ৪ দিন ব্যাপী "বৈজ্ঞানিক পদ্বতিতে গবাদি প্রাণী হৃষ্টপুষ্টকরণ" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরকল উপজেলা চেয়ারম্যন বিধান চাকমা। এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষাণ খামারি প্রশিক্ষণার্থীগণ উপস্হিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আগের দিনের মত গবাদি পশু মাঠে ছেড়ে দিয়ে পালন করার মত জায়গা নেই। তাই বৈজ্ঞানিক পদ্বতিতে অল্প জায়গায় ঘরের ভিতরে গবাদি পশু পালন করতে হবে। কোন রোগ দেখা দিলে সাথে সাথে প্রাণী সম্পদ অধিদপ্তরে ফোন দিয়ে জানাবেন। প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।

আলোকিত রাঙামাটি