• রাঙামাটি

  •  মঙ্গলবার, মে ৩০, ২০২৩

রাঙ্গামাটি

বাঘাইছড়িতে আকর্ষিক আগুনে আঞ্চলিক পরিষদ সদস্যের স’মিল ভস্মীভূত

 প্রকাশিত: ১০:৫৫, ৩ এপ্রিল ২০২১

বাঘাইছড়িতে আকর্ষিক আগুনে আঞ্চলিক পরিষদ সদস্যের স’মিল ভস্মীভূত

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি বটতলী এলাকায় আকর্ষিক আগুনে আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিনের কাঠের স’মিল আগুনে ভস্মীভূত হয়েছে। শনিবার মধ্যে রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে মূহুর্তের মধ্যেই আগুন পুরো স’মিলে ছড়িয়ে পরে। আশপাশে পানির ব্যাবস্থা না থাকায় পুরো স’মিলটি আগুনে ভস্মীভূত হয়। আগুনে আনুমানিক দশ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে এখনো জানা যায়নি। আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন রাঙামাটি থেকে বাঘাইছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি আসলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

আলোকিত রাঙামাটি

মন্তব্য করুন: