বাঘাইছড়িতে করোনা সচেতনতায় জনসংহতি সমিতির মাস্ক বিতরণ
প্রকাশিত: ২১:২০, ৩ এপ্রিল ২০২১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনা সচেতনতা তৈরিতে মাস্ক বিতরণ করেছে (সন্তু) লারমা সমর্থিত জনসংহতি সমিতি বাঘাইছড়ি শাখা।
শনিবার বিকাল ৪টায় বাঘাইছড়ি ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এই মাস্ক বিতরণ করে জনসংহতি সমিতি (সন্তু) বাঘাইছড়ি শাখা। এ সময় জনসংহতি সমিতি (সন্তু) লারমা দলের সহ-সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমার নেতৃত্বে এলাকার শতাধিক পাহাড়ী জনগোষ্ঠীর জনসাধারণের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এ সময় জনসংহতি সমিতির অঙ্গ সহযোগী সংগঠন যুব সমিতির সাধারণ সম্পাদক সুভ্রত চাকমাসহ জনসংহতি সমিতির স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোকিত রাঙামাটি
মন্তব্য করুন: