রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:০০, ২ মে ২০২২

বাঘাইছড়ির দুর্গম নিউলংকর এলাকায় বিজিবির সেলাই মেশিন-ঢেউটিন বিতরণ

বাঘাইছড়ির দুর্গম নিউলংকর এলাকায় বিজিবির সেলাই মেশিন-ঢেউটিন বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম নিউলংকর এলাকায় স্থানীয় পাহাড়ি গ্রামবাসীদের মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

রবিবার (১ মে) দুপুরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী এর পক্ষে এসব সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন বিজিবির নিউলংকর ক্যাম্প কমান্ডার।

এ সময় স্থানীয় মিন্টু চাকমাকে একটি সেলাই মেশিন, বসতঘর তৈরির জন্য আপন চাকমাকে তিন বান্ডিল ঢেউটিন, বিরবাহু চাকমাকে ব্যাটারিসহ সোলার প্যানেল, অনিল চাকমাকে তিন বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।

২৭ বিজিবি জোন কমান্ডার বলেন, বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: