রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৪:৫২, ৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০৪:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২২

বাঘাইছড়িতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা 

বাঘাইছড়িতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি ললিত কুমার চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার (০৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বাঘাইছড়ির নিজ বাড়ীতে ঘুমন্ত ললিত কুমার চাকমাকে বাহিরে ডেকে নিয়ে মুখোশ পরিহিত ৪ সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত ললিত কুমার চাকমা বলেন, ‘আওয়ামী লীগ করার অপরাধে পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়েছে।’

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক দেবাশীষ বনিক জানান, ‘ললিত কুমার চাকমার শরীরে প্রায় ২০টি দাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।’

এ ঘটনার পর হাসপাতালে ছুটে আসেন বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন।

বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন বলেন, ‘হত্যার উদ্দেশ্য সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী করেন তিনি।’

জনপ্রিয়