রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:২৩, ৮ সেপ্টেম্বর ২০২২

বাঘাইছড়িতে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাঘাইছড়িতে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার স্বনামধন্য ও একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় কাচালংয়ে এসএসসি- ২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান, ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর রুবেল চাকমা, সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা।

এ সময় তিনি জানান, এবার তিন বিভাগের ৬১ জন ছাত্রী বোর্ড পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।


এছাড়াও বক্তারা বলেন, উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত তার কৃতিত্ব ধরে রেখেছে, আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে।

পরে বিদায়ী ছাত্রীদের মাঝে কলম, ফাইল বিতরণ করা হয়। ছাত্রীদের পক্ষ থেকেও প্রতিষ্ঠানকে উপহার প্রদান করা হয়।

সম্পর্কিত বিষয়: