রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২২

বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ

বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্য্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরীফুল্লাহ আবেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেডম্যান, কারবারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা সনাতন ধর্মাবলম্বী মানুষরা যাহাতে তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকার উপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত বিষয়: