তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে সাজেকে আওয়ামী লীগের সংবর্ধনা
বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
আপডেট: ১৫:০৫, ১১ মার্চ ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আগমন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি কে সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে সাজেক ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন এর পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুনসহ দুই শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে মন্ত্রী খাগড়াছড়ি আওয়ামী কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সড়ক পথে খাগড়াছড়ি চলে যান। এর আগে শুক্রবার ব্যক্তিগত সফরে হেলিকপ্টার করে পরিবারসহ সাজেক বেড়াতে আসেন।
এ সময় মন্ত্রী ঐতিহাসিক লুসাই হেরিটেজ ভিলেজ ঘুরে দেখেন এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় খাস্রাং হিল রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।
মন্তব্য করুন: