তুলাবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
আপডেট: ১৫:০৫, ১৯ মার্চ ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তুলাবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তুলাবান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা।
এ সময় নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ ও বিদায়ী শীক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ময়মনসিংহ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেইনার জয়নাল আবেদীনসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন: