রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙামাটিঃ-

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ জুন ২০১৯

আড়াই বছরেও জুটেনি প্রতিবন্ধী ভাতা

আড়াই বছরেও জুটেনি প্রতিবন্ধী ভাতা

রাঙামাটির বরকল সদর ইউপির বেগেনাছড়ি গ্রামে কার্ডধারী এক প্রতিবন্ধী আড়াই বছরে ধরে ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী স্বপ্না খীসা ওই গ্রামের শান্তি রঞ্জন খীসার মেয়ে।

২০১৬ সালের ১২ জানুয়ারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর থেকে শ্রবণ প্রতিবন্ধী হিসেবে কার্ড পান স্বপ্না। কিন্তু তিনি প্রতিবন্ধী পরিচয়পত্রের কার্ডটি পাওয়ার আড়াই বছরেও সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। এছাড়া সরকারি বা বেসরকারিভাবে কোনো সুযোগ সুবিধা জোটেনি।

প্রতিবন্ধী স্বপ্না খীসা বলেন, প্রতিবন্ধী কার্ডটি পাওয়ার পর ইউপি চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা সমাজসেবা অফিসে বার বার যোগাযোগ করে ফল পাইনি। প্রতিবন্ধী ভাতায় আনার মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে আড়াইটি বছর পার করেছে তারা।

তিনি আরো বলেন, কষ্টের মধ্যে জীবন যাপন করছি। স্বামীকে নিয়ে সামান্য জুম চাষ ও দিনমজুরী করে তিন-ছেলে মেয়ের লেখাপড়ার খরচ ও সংসার চালাচ্ছি।

বরকল সদর ইউপি চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা জানান, স্বপ্না খীসা প্রতিবন্ধীর ভাতা না পাওয়ার বিষয় কেউ জানায়নি। বিষয়টি দেখছি।

উপজেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, উপজেলার পাঁচ ইউপি জরিপের আওতায় প্রতিবন্ধী রয়েছে ৯৯৭ জন। প্রতিবন্ধী কার্ড পেয়েছে ৪৪৬ জন। ভাতা পাচ্ছে প্রায় সাড়ে ৩০০ প্রতিবন্ধী। ফলে অনেক প্রতিবন্ধীকে কার্ড দেয়ার পরও ভাতার আওতায় আনা সম্ভব হচ্ছে না। তালিকা বর্ধিত করা হলে তাদের ভাতার আওতায় আনা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়