রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪৮, ২৭ এপ্রিল ২০২২

আপডেট: ১৩:৫০, ২৭ এপ্রিল ২০২২

বিলাইছড়ির দুর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

বিলাইছড়ির দুর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
ঈদ সামগ্রী করছেন কমান্ডার মেজর রাজু আহমেদ।

বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি সেনা জোনের (৬ বীর) উদ্যোগে বুধবার (২৭ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলাধীন বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা কেংড়াছড়ি ইউনিয়নের অসহায় মুসলিম পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে বিলাইছড়ি গাছকাটাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাজু আহমেদের উপস্থিতিতে সর্বমোট ৫৩টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রতিটি পরিবারের জন্য ১ কেজি চাল (চিনি গুড়া), ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ এবং ১টি কনডেন্স মিল্ক বিতরণ করা হয়। 

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ সহযোগিতায় অত্যন্ত খুশি। জোনের পক্ষ হতে এ ধরনের ঈদ সামগ্রী বিতরণ জোনের অন্যান্য এলাকাতেও চলমান থাকবে।

সম্পর্কিত বিষয়: