রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩১, ১ অক্টোবর ২০২২

বিলাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রভাত কান্তি বড়ুয়কে ‘গার্ড অব অনার’ প্রদান

বিলাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রভাত কান্তি বড়ুয়কে ‘গার্ড অব অনার’ প্রদান

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) বিকেলে বিলাইছড়ি উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল সবুজের পতাকা দিয়ে পুলিশের একটি চৌকষ দল প্রয়াত এই বীরকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনতাসির জাহান, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর।

বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে বিলাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গত শুক্রবার বিকাল ৩টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার পুত্র সন্তান রেখে গেছেন।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনতাসিন জাহান বলেন, এমন বীরের মৃত্যু দেশের জন্য অনেক ক্ষতি। তাঁরা যুদ্ধ করেছেন বলেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

সম্পর্কিত বিষয়: