রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৪৩, ৭ এপ্রিল ২০২৩

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী ও অতিথিদের দেখা যাচ্ছে।

রাঙামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের- ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (৬ এপ্রিল)।

বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর, মুক্তিযোদ্ধা কমান্ডার সাক্ষ্য প্রিয় বড়ুয়া, ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামসহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কিশোর-কিশোরী আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আর সুনাগরিক হতে হলে ভাল পড়াশুনা ও শিক্ষার বিকল্প নেই। এসএসসি পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তাই সকলকে পরিশ্রমী ছাত্র হিসেবে গড়ে তুলে মা-বাবা ও দেশের মুখ উজ্জ্বল করার কথা বলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়