রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪৬, ২৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৪:৪৭, ২৫ এপ্রিল ২০২২

জুরাছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

জুরাছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

“উদ্ভাবনী কাজে লাগাই-ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়ি উপজেলায় স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) এ উপলক্ষে সকালে স্বাস্থ্য বিভাগ থেকে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, ব্র্যাক ম্যানেজার অনিল বরণ দেওয়ানসহ মেডিকেল অফিসারগণ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলে সকলকে কাজ করার আহ্বান জানানো হয়। 

জনপ্রিয়