জুরাছড়িতে বিষয় ভিত্তিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের সনদ বিতরণ
জুরাছড়ি প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১০:২১, ২৬ এপ্রিল ২০২২

জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেছেন, প্রশিক্ষণ যথাযথভাবে মাঠ পর্যায়ে প্রান্তিক শিশুদের মানসিক বিকাশে কাজে লাগানো সম্ভব হলেই আজকের প্রশিক্ষণের স্বার্থকতা।
জুরাছড়ি উপজেলায় বিষয় ভিত্তিক প্রশিক্ষণ “প্রাথমিক বিজ্ঞান” প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গত সোমবার (২৫ এপ্রিল) উপজেলা রির্সোস সেন্টারের অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করেন।
এ সময় শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সহকারি উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার ধর ও রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ৩০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: