রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:০২, ২৮ এপ্রিল ২০২২

আপডেট: ১০:০৬, ২৮ এপ্রিল ২০২২

জুরাছড়িতে বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলনের আশা কৃষকদের

জুরাছড়িতে বোরো ধান কাটা শুরু, বাম্পার ফলনের আশা কৃষকদের

জুরাছড়ি উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বছর ফসল ভাল হওয়ায় বাম্পার ফলন পাওয়ার আশা করছে কৃষকরা।

উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা যায়- লুলাংছড়ি, সাপছড়ি, কুসুমছড়ি, ডেবাছড়া, বহেরাছড়ি, বালুখালী ও ধামাই পাড়ায় জলেভাসা জমিতে রোপিত ধান সোনালী রং ধরেছে। এসব এলাকায় ইতিমধ্যে ধান কাটা শুরু করেছে চাষীরা। ফলন ভাল হওয়ায় চাষীদের মুখে ফুটেছে হাসি। আবার কোথাও কোথাও এখনো সবুজ রয়েছে ধান্য জমি। এসব ধান ক্ষেতে সোনালী হতে আরো ২০/২৫ দিন লাগতে পারে বলে ধারণা চাষীদের।

ধামাইপাড়ার জলেভাসা জমিতে ধান্য চাষী সাধন মুনি চাকমা ও ধন চাকমা জানান, গত বছরের তুলনা এ বছর ফলন ভাল হয়েছে। রোগবালাইও কম ছিল।

বালুখালীর বিকাশ ও রতন কুমার চাকমা বলেন, আমরা ইতিমধ্যে বোরো ধান কেটে এক জায়গায় স্তুপ করে রেখেছি। মারই হলেই ঘরে তুলব নতুন ধান।

বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, আগের বছরের চাইতে এ বছর ফসল ভাল হয়েছে। তবে সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে না পারলে বৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

জুরাছড়ি উপজেলায় কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৪৯২ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশিষ চাকমা জানান, এখন সবেমাত্র ধান কর্তন শুরু হয়েছে। তার পরেও আমরা আশা করছি উফশী হেক্টর প্রতি ৩.৮২ মেট্রিক টন, হাইব্রীড ৪.৮০ মেট্রিক টন উৎপাদন হবে।

সম্পর্কিত বিষয়: