রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:১৮, ২২ মে ২০২২

জুরাছড়িতে ভিজিডি চাল বিতরণ

জুরাছড়িতে ভিজিডি চাল বিতরণ

জুরাছড়ি বনযোগীছড়া ইউনিয়নের ভিজিডি সুবিধা ভোগীদের মাঝে চলতি মাসের চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ মে) সকালে উপজেলা খাদ্য গুদামের ফটকে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সুবিধা ভোগীদের মাঝে এসব চাল তুলে দেন।

এ সময় সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়ন ২ বছর মেয়াদের ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ কেজি হারে চাল ও বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে আয় বর্ধক ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

এ সময় ৩৩৭ জনকে ৩০ কেজি হারে ১০.১১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

আগামীকাল জুরাছড়ি ৩৪৭ জন, মৈদং ৩৩৭ জন এবং দুমদুম্যা ইউনিয়নের ৩৩৭ জনকে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়