রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৭, ২৬ জুলাই ২০২২

জুরাছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যানগণ, জুরাছড়ি-বনযোগীছড়া ও মৈদং ইউনিয়নের চেয়ারম্যানগণ, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা অভ্যন্তরীন মোটরসাইকেল ও বেবী টেক্সী অতিরিক্ত ভাড়া আদায়ে অসন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। ৪ কিলোমিটারে ৫০ টাকা ভাড়া অযুক্তিক। ভাড়া নির্ধারণে মোটরসাইকেল ও বেবী টেক্সী মালিক সমিতির সাথে বৈঠক করে ন্যায্য ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে সকলকে সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়