রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:২৪, ২৫ আগস্ট ২০২২

​​​​​​​জুরাছড়িতে আলোচনা সভা ও অসহায় পরিবারের মাঝে গবাদি পশুসহ বিভিন্ন সহায়তা প্রদান

জাতীয় শোক দিবসঃ

​​​​​​​জুরাছড়িতে আলোচনা সভা ও অসহায় পরিবারের মাঝে গবাদি পশুসহ বিভিন্ন সহায়তা প্রদান

জাতীয শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জুরাছড়ি উপজেলায় আলোচনা সভা ও অসহায়দের মাঝে গরু, ঢেউটিন, সোলার, ক্রীড়া সামগ্রী এবং সমাজ সেবা কর্তৃক কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জুরাছড়ি জেলা পরিষদ বিশ্রামাগার হলরুমে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভা এবং অসহায় পরিবারের মাঝে গবাদি পশু, ঢেউটিন, সোলার ও বিভিন্ন সরঞ্জামসহ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি থোয়াইচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরমেশ চাকমা, যুগ্ম সম্পাদক কেতন চাকমা, উপজেলা কৃষকলীগের সাধারণ জ্ঞান মিত্র চাকমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিতা চাকমা, উপজেলা যুবলীগ সভাপতি রিকো চাকমা, জেলা সমাজসেবার সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা প্রমূখ।


আলোচনা সভা শেষে জেলা সমাজ সেবার মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা, গরীব- অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের আর্থিক অনুদান হিসেবে ৭০টি পরিবারের মাঝে ২ লক্ষ ৪৫ হাজার টাকা, চিকিৎসার জন্য একজনকে ৫০ হাজার টাকা এবং ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত ২ জনকে আত্মকর্মসংস্থানের জন্য ২টি গবাদি পশু বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, সেলাই মেশিন ও বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়