রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:০৫, ১ এপ্রিল ২০২৩

জুরাছড়িতে ১০ দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ শুরু

জুরাছড়িতে ১০ দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ শুরু

জুরাছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষা স্তরের নবনিযুক্ত সহকারী শিক্ষকদের জন্য ১০ দিনব্যাপী ‘ইনডাকশন প্রশিক্ষণ’ শুরু হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলা রির্সোস সেন্টারে প্রশিক্ষণের সূচনা করা হয়।

এ সময় কাউখালী উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন, জুরাছড়ি রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম, পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নবনিযুক্ত ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সূচনা সভায় জুরাছড়ি রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম বলেন, প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক চলমান প্রশিক্ষণগুলোর মধ্যে নবনিযুক্ত শিক্ষকদের ইনডাকশন প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কেননা সদ্য যোগদান করা একজন শিক্ষক চাকুরিতে নিযুক্ত হবার সাথে সাথেই র্দীঘমেয়াদী ডিপিএড প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন না। ডিপিএড প্রশিক্ষণের কোর্চের সুযোগ পেতে এক/দুই বছর সময় লেগে যায়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ