রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৫২, ২৩ মে ২০২২

কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক সভা

কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক সভা
পুরস্কার বিতরণ করছেন ইউএনও মুনতাসির জাহান।

কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৩ মে) কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।

ইফা কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।

প্রধান অতিথির বক্তব্য ইউএনও বলেন- সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সকল ইমাম মসজিদের খুতবায় সচেতন করলে সমাজ থেকে সন্ত্রাস-জঙ্গীবাদ দূর হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে অতীতে মসজিদের ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইফা কাপ্তাইয়ের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ নুরুন নবী এতে সভাপতিত্ব করেন।

মডেল কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ইফার কেয়ারটেকার সিরাজুল ইসলাম ও আবদুল সালাম।

এ সময় ইফা পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

পরে ইফার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হামদ, নাদ, গজল ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়