রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:০৪, ১৯ মার্চ ২০২৩

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেআরসি স্কুলে মহিলা সমাবেশ

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেআরসি স্কুলে মহিলা সমাবেশ
সমাবেশে বক্তব্য রাখছেন ইউএনও রুমন দে।

২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য ও উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র‍্যান্ডিং, মাদক, গুজব, সাম্প্রদায়িক চেতনা, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রভৃতি বিষয়ে রবিবার (১৯ মার্চ) বিকেলে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশে চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক মহিলা অংশ নেয়।

মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। অফিস সহকারী শফিউল আজিমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কেআরসি স্কুলের প্রধান শিক্ষক নুর নাহার বেগম ও কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

মহিলা সমাবেশে স্কুলের শিক্ষক, অভিভাবক ও মহিলারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: