রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:২২, ২১ মার্চ ২০২৩

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন ইউএনও রুমন দে।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত সোমবার বিকেলে (২০ মার্চ) বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলা থেকে ১৩ বিদ্যালয়ের প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা ভাষা, সাহিত্য, বিজ্ঞান, গণিত, কম্পিউটার ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়