রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:০০, ২১ মার্চ ২০২৩

রাইখালীতে যৌথ অভিযানে পিকআপসহ ৬ লাখ টাকার কাঠ আটক

রাইখালীতে যৌথ অভিযানে পিকআপসহ ৬ লাখ টাকার কাঠ আটক
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আটক কাঠ ও পিকআপ। ছবি:- আলোকিত রাঙ্গামাটি

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে দু'টি গাড়িসহ ৬ লাখ টাকার কাঠ আটক করেছে গত সোমবার(২০ মার্চ) রাতে। রাইখালী রেঞ্জ ও কাপ্তাই ৫৬ সেনা জোন যৌথ ভাবে অভিযান চালিয়ে বাঙ্গালহালিয়া বটতল এলাকা থেকে পাচারকালে দু'টি কাঠ বোঝাই পিকআপ আটক করে।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদ ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশ মোতাবেক যৌথবাহিনী অভিযান করে ওইদিন রাত প্রায় ১২টা পর্যন্ত বাঙ্গালহালিয়া বটতল এলাকায় অভিযান চালিয়ে দুটি পিকআপ বোঝাই ৩১২ ঘনফুট সেগুন, গামার বল্লি আটক করা হয়। এ সময় পাচারকারীরা গাড়ি ও কাঠ রেখে পালিয়ে যায়। আটক জব্দ করা কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ব্যাপারে একটি বন মামলা রুজু করা হয়েছে।

 

 

সর্বশেষ