রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:৪৯, ১৭ মে ২০২১

বিদায় নিলেন কাউখালীর ইউএনও শতরুপা তালুকদার

বিদায় নিলেন কাউখালীর ইউএনও শতরুপা তালুকদার
ছবি:-  আলোকিত রাঙ্গামাটি 

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদার কে পদোন্নতি জনিত বদলী বিদায়ী সংবর্ধনা দিয়েছেন কাউখালী উপেজলা পরিষদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (১৭ মে) সকালে কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে কাউখালী উপজেলা হলরুমে সংবর্ধনা দেওয়া হয়।

কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমা’র সঞ্চালনায়, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদৌহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবর্ধিত বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, কাউখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল্ল্যা পিপিএম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদার সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ও তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। ইউএনও শতরুপা তালুকদার দীর্ঘ আড়াই বছর ধরে কাউখালী উপজেলায় তাঁর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে কাউখালী উপজেলায় পরিচিতি অর্জন করতে সক্ষম হন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ