রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ ডিসেম্বর ২০২১

মধ্যরাতে অস্ত্রের মুখে ২ জনকে অপহরণ করলো ইউপিডিএফ সন্ত্রাসীরা

মধ্যরাতে অস্ত্রের মুখে ২ জনকে অপহরণ করলো ইউপিডিএফ সন্ত্রাসীরা
প্রতীকি ছবি 

কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে কজইছড়ি এলাকা থেকে পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমেক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দুই গ্রামবাসীকে অপহরণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

অপহৃতরা হলেন, শ্যামল চাকমা (৩০) ও শান্তিময় চাকমা (৪০)। মঙ্গলবার মধ্য রাতে এ ঘটনা ঘটেছে।

একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্য রাতে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নর দূর্গম কজইছড়ি পাড়ার বাড়ীতে দুই অপহৃত যুবক অবস্থান করছিলেন। এ সময় ইউপিডিএফ’র একদল সদস্য হেমন্ত চাকমার ছেলে শ্যামল চাকমা ও বিমেলেন্দু চাকমার ছেলে শান্তি ময় চাকমার বাড়ী ঘেরাও করে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তবে অপহৃত পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অপহৃতদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি।

অপর একটি সূত্র জানায়, গত ২৮ নভেম্বর কাউখালী উপজেলায় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপে কাজ করা ও আইন-শৃংখলা বাহিনীর সোর্স সন্দেহে তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে, এ ব্যাপারে ইউপিডিএফের নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

ঘাগড়া ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মন্টু চাকমা জানান, অপহৃত শান্তিময় চাকমার স্ত্রী তাকে জানিয়েছেন মঙ্গলবার রাতে ইউপিডিএফের সদস্যরা অপহরণ করে নিয়ে গেছে।

কাউখালী থানার ওসি মোঃ শহিদ উল্লাহ জানান, অপহরণের বিষয়ে তিনি অবগত নন এবং এ বিষয়ে কেউ এখনো অভিযোগও করতে থানায় আসেননি।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ