রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৪:৪৯, ১৯ এপ্রিল ২০২২

কাউখালীর কচুখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

কাউখালীর কচুখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে রাঙামাটির কাউখালী উপজেলার কচুখালীতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সকালে কচুখালী মারমা যুব সমাজের আয়োজনে কাউখালী উপজেলাধীন কচুখালী ফায়ার সার্ভিসের সামনের মাঠে এ জল উৎসব অনুষ্ঠিত হয়।


কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দোহা চৌধুরী প্রধান অতিথি থেকে এই জল উৎসবের উদ্বোধন করেন।

আয়োজিত অনুষ্ঠানে কচুখালী কাউখালী সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি চিংকিউ রোয়াজা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, ১নং বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ২নং ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, ৩নং ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, কাউখালী থানা অফিসার্স ইনচার্জ এসএম শহিদুল ইসলাম।

এছাড়াও উপজেলার পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণসহ মারমা সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং যবক-যুবতীরা তাদের ঐতিহ্যের পোশাক পরিধান করে মারমা নাচে-গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয় এবং আনন্দে মেতে ওঠে।

সম্পর্কিত বিষয়: