রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:১৫, ২ জুলাই ২০২২

আপডেট: ১৯:৪৭, ২ জুলাই ২০২২

কাউখালীতে নিরাপত্তাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর আটক

কাউখালীতে নিরাপত্তাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর আটক
ছবি:- সংগৃহীত 

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ড মাইগ্যামাছড়া থেকে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের এক চাঁদা কালেক্টরকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আটককৃদের নাম সাইচিউ মারমা (৩০)। সে উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের মাগ্যমাছড়ার বাসিন্দা উষাপ্রু মারমার ছেলে।

গত শুক্রবার (১লা জুলাই) বিকাল ৪টায় চাঁদা কালেক্টর সাইচিউ মারমাকে তার নিজ বাড়ি হতে আটক করে নিরাপত্তাবাহিনী।

কাউখালী থানা সূত্রে জানা যায়, ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসী গ্রুপের চাঁদা কালেক্টর সাইচিউ মারমা দীর্ঘদিন ধরে বড়ডুলু পাড়া, আমছড়ি, মাঝেরপাড়া ও বরইছড়ি এলাকায় চাঁদাবাজি করে আসছে। তার চাঁদাবাজিতে উক্ত জনপদের মানুষ অতিষ্ঠ। তাকে আটকের লক্ষে সেনাবাহিনী ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি পোকো স্মার্ট ফোন, ২টি সিম্পনী বাটন ফোন, ২টি চাঁদা আদায়ের রশীদ বই পাওয়া যায়।

এদিকে, ইউপিডিএফ’র চাঁদা কালেক্টর সাইচিউ মারমাকে আটকের খবরে উক্ত জনপদের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আটককৃত চাঁদা কালেক্টরের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।