রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাওসার আকন্দঃ-

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ নভেম্বর ২০১৯

রাঙামাটির ঘাগড়ায় ট্রাক-সিএনজির মূখোমূখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

রাঙামাটির ঘাগড়ায় ট্রাক-সিএনজির মূখোমূখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়ায় ট্রাক-সিএনজির মূখোমূখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে কাউখালীর ঘাগড়া ইউপির চম্পাতলী এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম এসিনচিং মারমা (২২)। সে কাউখালীর কলমপতি এলাকার পেরাছড়ার বাসিন্দা এবং রাঙামাটি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিলেন। 

আহতরা হলেন, তানভীর ইসলাম (২), শিলমনি (২৫), দুলাল মিয়া (৫৫), আকতার বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে চট্টগ্রাম রাঙামাটি সড়কের রানীরহাট থেকে ৫ জন যাত্রী সহ ছেড়ে আসা একটি সিএনজি যার নং (চট্টমেট্রো-থ-১২-৮০২৭) কাউখালীর ঘাগড়ার কলাবাগান নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক রাঙামাটি থেকে ছেড়ে আসা একটি ট্রাক যার নং (চট্টমেট্রো-ট-১১-৮১৮৪) উক্ত যাত্রীবাহী সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এসিনসিং মারমা নিহত হয়। এ সময় সিএনজির ড্রাইভারসহ গুরুতর আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে শিলমনির অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানার ওসি মো.হারুন আর রশিদ জানান, চট্টগ্রাম রাঙামাটি সড়কের রানীরহাট থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি রাঙামাটি যাচ্ছিলো। এ সময় রাঙামাটি শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক কলাবাগান এলাকায় পৌঁছালে ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এসিনচিং মারমার মৃৃত্যু হয়।

তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়নাতদন্তের পর এসিনচিং মারমার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়