রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১০, ১৯ জানুয়ারি ২০২০

প্রতিপক্ষের গুলিতে জেএসএস (এমএন) লারমা গ্রুপের নেতা নিহত

প্রতিপক্ষের গুলিতে জেএসএস (এমএন) লারমা গ্রুপের নেতা নিহত

রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তবর্তী লংগদু উপজেলাধীন আটারকছড়া ইউনিয়নের বান্তদরতলা ছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে সংস্কারপন্থী জেএসএস দলের নেতা পান্ডব চাকমা (৩৩) নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অর্জুন চাকমা (৩৫) নামে আরো একজন আহত হয়েছে। জেএসএস (এমএন) লারমা গ্রুপের প্রথমসারির এক নেতা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিকাল ৪ ঘটিকায় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে সেনাবাহিনী। 

তিনি জানান, হতাহতরা উভয়েই তাদের দলের কর্মী। আহত অর্জুনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। দীর্ঘদিন ধরে খাগড়াছড়িতে অবস্থান করার পর কয়েকদিন আগে বাঘাইছড়ির দূরছড়িস্থ খেদারমারা এলাকায় আসে।

রোববার বেলা ১১টার সময় জেএসএস (সন্তু)'র সন্ত্রাসী বরুন চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী পান্ডবকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন সংস্কারপন্থী নেতা মনিসী চাকমা।

এদিকে ঘটনাস্থল বাঘাইছড়ি বলে জানা গেলেও সীমানাটি লংগদু থানা পড়েছে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ। লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর জানিয়েছেন আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল দূর্গম হওয়ায় পুলিশ এখনো পৌছাতে পারেনি। 

এদিকে এ ঘটনার পরপরই লংগদু জোনের একদল সেনাসদস্য ঘটনা স্থলে অভিযান পরিচালনা করে বিকাল ৪ ঘটিকার সময় জঙ্গলে মাথায় গুলি বৃদ্ধ অবস্থায় পান্ডব চাকমার লাশ উদ্ধার করে বলে জানায় আটারক ছড়া এলাকাবাসী।

আলোকিত রাঙামাটি