রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৮:০৫, ২৩ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

নৌকায় ভোট দিবে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)

নৌকায় ভোট দিবে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)

রাঙামাটি লংগদু উপজেলার বামেছড়া বৌদ্ধবিহার প্রাঙ্গনে গণতান্ত্রিক ইউপিডিএফ ও জেএসএস সংস্কার এর যৌথ আয়োজনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গণতান্ত্রিক ইউপিডিএফ ও জেএসএস সংস্কার  এর যৌথ আয়োজনে জেএসএস সংস্কার উপজেলা সভাপতি অনাংগো লাল চাকমার সভাপতিত্বে আসন্ন জাতীয় নির্বাচন ও দলীয় কোন্দল নিরসনের লক্ষ্যে দল দুটির বিভিন্ন নেতা কর্মী ও সাধারণ পাহাড়ীদের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আয়োজিত বৈঠকে করল্যাছড়ির হেডম্যান শশাংকর চাকমা, সোনাই হেডম্যান প্রেমলাল চাকমা, স্থানীয় ইউপি সদস্য রাঙাউদা চাকমা, মহিলা ইউপি সদস্য স্বরনিকা চাকমা, লংগদু উপজেলা জেএসএস (সংস্কার) এর এরিয়া কমান্ডার রাসেল চাকমা, উপজেলা জেএসএস (সংস্কার) এর সাধারণ সম্পাদক নলিত চাকমা, জেএস এস (সংস্কার) এর যুব সমিতির সভাপতি আলো চাকমা, সাং সম্পাদক বাবু চাকমা, ডাংগাবাজার এলাকার জীবন চাকমা, সহকারী পূর্ণাঙ্গ চাকমা এবং লংগদু উপজেলা গণ: ইউ: এর প্রধান সমন্বয়ক মিঠুন চাকমা, মনের মানুষ এর রুবেল চাকমা, দীঘিনালা মেরুন এরিয়ার  ইতু চাকমা, করল্যাছড়ি এরিয়ার জিমিত চাকমা সহ সংগঠন গুলোর অন্যান্য নেতা কর্মী, সশস্ত্র গ্রুপের সদস্য এবং অন্যান্য নেতা, সমর্থক ও স্থানীয় বিভিন্ন হেডম্যান/ কার্বারীরা উপস্থিত ছিলেন।

আয়োজিত বৈঠকে সভাপতির বক্তব্যে অনাংগো লাল চাকমা আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার কে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ভোট দেওয়ার আহবান করেন এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন ভোটারদের। যে কোন উপায়ে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার কে বিজয় করতে হবে বলে অনুরোধ করেন।এছাড়াও দল দুটির মধ্যে নির্বাচন কে ঘিরে তাদের উপর ইউফিডিএফ (প্রসিত বিকাশ খিসা) ও জেএসএস (সন্তু লারমা) বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করছে এবং নির্বাচন পরবর্তী সময়েও করতে পারে বিধায় সচেতন থাকার পাশাপাশি দল দুটির সশস্ত্র গ্রুপ এক হয়ে দীঘিনালা ও লংগদু উপজেলায় ইউপিডিএফ অধ্যুষিত এলাকায় প্রবেশ করে তাদের উপর আক্রমণ বা আক্রমণ প্রতিহত করার পাশাপাশি নিজেদের আভ্যন্তরীণ সোর্স শক্তিশালী করার প্রতিজ্ঞায় অঙ্গীকারবদ্ধ হন বলে জানা যায়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়