রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১০:৪০, ১৯ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

লংগদুতে স্কুলের প্রধান শিক্ষককে অপহরণ করেছে জেএসএস (সংস্কার)

লংগদুতে স্কুলের প্রধান শিক্ষককে অপহরণ করেছে জেএসএস (সংস্কার)

রাঙামাটির লংগদু উপজেলার ফোরেরমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে অপহরণের খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় লংগদু উপজেলার ফোরেরমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুনীতি কুমার চাকমা (৫০) কে জেএসএস (সংস্কার) এর সশস্ত্র গ্রুপ কর্তৃক অপহরণ করা হয়েছে বলে জানা যায়। 

জানা যায়, শিক্ষক সুনীল কুমার চাকমা (৫০) খাগড়াছড়ি হতে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লংগদুর ডাংগাবাজার ব্রিজ এর উপর থেকে জেএসএস (সংস্কার) এর সশস্ত্র গ্রুপ কর্তৃক অপহৃত হন। শেষে জেএসএস (সংস্কার) এর সশস্ত্র আধিপত্য এলাকা শিলাছড়ির উদ্দেশ্য তাকে নিয়ে যাওয়া হয় বলে বিভিন্ন সুত্রে জানা যায়।

উল্লেখ্য, স্কুল শিক্ষক সুনীল চাকমার বাড়ি জেএসএস (সংস্কার) এর আধিপত্য এলাকায় হওয়ায় সে জেএসএস (সন্তু) দলের সমর্থক। কিন্তু তাকে জেএসএস (সংস্কার) দলে আসার আহবান জানালে সে প্রত্যাখ্যান করে এবং চাঁদা দাবি করলে চাঁদা দিতে অসম্মতি জ্ঞাপন করায় তাকে অপহরণ করা হয়েছে বলে সুত্রে জানা যায়।

এদিকে স্কুল শিক্ষকের স্ত্রী সোরাখীসা কে জেএসএস (সংস্কার) এর পক্ষ থেকে মুঠো ফোনের মাধ্যমে মুক্তিপণ দিয়ে তার স্বামী কে মুক্ত করে নিয়ে যেতে বলা হয়েছে। তবে কোন এলাকায় যেতে হবে তা বলেনি এবং এ ব্যাপারে প্রশাসন সহ অন্য কাউকে অবগত করলে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করেন।

এ ঘটনা নিয়ে এলাকার সাধারণ পাহাড়ীদের মধ্যে একধরনের ভীতি ও উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।

আলোকিত রাঙামাটি