রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:১০, ২৩ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:১২, ২৩ এপ্রিল ২০২২

লংগদুতে বিদ্যুৎ সংযোগ পেল জারুলবাগানের ৫ শতাধিক পরিবার

লংগদুতে বিদ্যুৎ সংযোগ পেল জারুলবাগানের ৫ শতাধিক পরিবার

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে দুর্গম পাহাড়ে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পাহাড়ের জননেতা ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তারই অংশ হিসেবে গত শুক্রবার (২২ এপ্রিল) লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের ৭নং ওয়ার্ড জারুলবাগানের প্রায় ৫ শতাধিক পরিবার অন্ধকার গুছে বিদ্যুতের আলোয় আলোকিত হল।


লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে পশ্চিম জারুলবাগান মসজিদে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

এ সময় মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সরকার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মাইনীমুখ ইউনিয়নের কাচালং নদীর পূর্ব পাড়ে ৭নং ওয়ার্ডে ৫/৬ বছর আগে বিদ্যুৎ লাইন টানা হলেও ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসনে কমল উদ্যোগ নিয়ে বিদ্যুতের অসমাপ্ত কাজ সমাপ্ত করেন এবং ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করেন।

দীর্ঘ বছর পর দাবী অনুযায়ী বিদ্যুৎ সংযোগ পেয়ে অত্যান্ত খুশি এলাকাবাসী। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জারুলবাগানবাসী। 

সম্পর্কিত বিষয়: