রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২৩, ২৯ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:২৪, ২৯ এপ্রিল ২০২২

লংগদুতে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

লংগদুতে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

রাঙামাটির লংগদুতে সরকারী অনুমোদনহীন ৩টি ইটভাটা বন্ধ ও চুল্লি ভেঙ্গে ধংবস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইটভাটাগুলো হচ্ছে উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়া এলাকার শাজাহান মিয়ার ইটভাটা, বামে আটারকছড়া এলাকার হাজী (হাজী ব্রিক্স) ইট ভাটা ও বগাচতর ইউনিয়নের রাঙীপাড়া খোকন (ব্রিক্স) ইট ভাটা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লংগদু উপজেলায় সরকারী অনুমোদনহীন অবৈধভাবে ইটভাটা তৈরী করে তাতে ইট পোড়ানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায় পশ্চিম ভাইট্টাপাড়া এলাকার শাজাহান মিয়ার ইটভাটা, বামে আটারকছড়া এলাকার হাজী (হাজী ব্রিক্স) ইট ভাটা ও বগাচতর ইউনিয়নের রাঙীপাড়া খোকন (ব্রিক্স)ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সেখানে অনুমোধনহীনি টিনের চুল্লি ব্যবহার করে ও বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে দেখতে পান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি) জনি রায়। পরে তিনি ইটভাটা তিনটিতে ইট পোড়ানোর অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেন এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এ সময় সর্বাত্বক সহযোগীতা করেন লংগদু থানার উপ-পরিদর্শক (এস আই) আনোয়ার ও উপ-পরিদর্শক (এস আই) শাহ আলম সহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ।