রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৪৩, ২৮ আগস্ট ২০২২

সরকারী কর্মকর্তাদের সাথে লংগদু জোনের মতবিনিময় সভা

সরকারী কর্মকর্তাদের সাথে লংগদু জোনের মতবিনিময় সভা

লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল খায়রুল ইসলাম (পিএসসি) বলেছেন, উন্নত বাংলাদেশ পেতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তার জন্য সবার আগে প্রয়োজন শিক্ষার অগ্রগতি। শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। উন্নয়নের কাজ করতে হলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরী। এক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহবান তিনি।

রোববার (২৮ আগস্ট) সকালে রাঙামাটির লংগদু সেনাজোন (২১ বীর) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় জোন কমান্ডার লেঃ কর্ণেল খায়রুল ইসলাম (পিএসসি) এসব কথা বলেন।

লংগদু সেনাজোনের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জোনের ক্যাপ্টেন ইহসানুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন, বিদায়ী লংগদু সেনা জোনের নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, উপ-অধিনায়ক রিয়াজ আহম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিমসহ অরো অনেকে।

এ সময় জোনের মেজর খালেদ হোসেন, ক্যাপ্টেন (আরএমও) জোবায়রে আহম্মেদ সজল, ল্যাপ্টেন্ট রবিউল হাসান রাফাতসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়