রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২২

লংগদুতে ৩৫ কাঠুরিয়া গণহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা

লংগদুতে ৩৫ কাঠুরিয়া গণহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা

রাঙামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া তথা পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) লংগদু উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গন হতে শোক ‌র‌্যালী শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাকুয়াখালীতে নিহতদের গণকবরের সামনে এসে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন লংগদু উপজেলা সদর জামে মসজিদের ইমাম।

দোয়া মোনাজাত পরবর্তী লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবর রহমান।

এতে বিশেষ বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আহমেদ রাজু, লংগদু উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম, ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ হাকিম, মহিলা নেত্রী মোরর্শেদা, প্রত্যক্ষদর্শী মোঃ ইউনুছ, স্বজনহারা আসমা বেগম, ফাতেমা বেগম।

এছাড়া আরো উপস্থিতি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়