রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:১৭, ২১ সেপ্টেম্বর ২০২২

লংগদুতে ২০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

লংগদুতে ২০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

রাঙামাটির লংগদুতে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে লংগদু উপজেলা সদরের বিএফডিসির জলাশয়ে প্রধান অতিথি হিসেবে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

এ সময় লংগদু উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম (ঝান্টু), আনোয়ারা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুভাষীশ কর্মকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, উপজেলা বিএফডিসি ব্যাবস্থাপক আকবর হোসেন উপস্থিত ছিলেন।

এতে রাজস্ব খাতের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ২০টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে ১৭১ কেজি কার্প জাতীয় (রুই, মৃগেল, কাতলা) মাছের পোনা অবমুক্ত করা হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ