রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৯, ২৯ জানুয়ারি ২০২৩

লংগদুতে সড়ক ও ফায়ার স্টেশন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

লংগদুতে সড়ক ও ফায়ার স্টেশন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলায় সড়ক ও ফায়ার স্টেশন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) লংগদু উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণের আয়োজনে উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মুসলিব্লক হতে মাইনীমুখ বাজার পর্যন্ত পাকারাস্তা এবং লংগদু হতে নারিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লংগদু ভোক্তা অধিকার পরিষদের আহ্বায়ক এবিএস মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সেলিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, উপজেলা ৪টি ইউনিয়নের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করা এবং এলজিইডি অফিস ও স্থানীয় প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী মার্চ মাসের পূর্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালন করবে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নিকট স্মারকলিপি পেশ করেন ভুক্তভোগী জনসাধারণ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ