রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৬:১৯, ৩ ডিসেম্বর ২০২০

নানিয়ারচরে সেনাটহলে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি, ১ সন্ত্রাসী নিহত

নানিয়ারচরে সেনাটহলে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি, ১ সন্ত্রাসী নিহত

ছবি:- আলোকিত রাঙ্গামাটি 


নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর টহলের উপর গুলি চালিয়েছে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর পাল্টা গুলিতে ইউপিডিএফ (প্রসীত) দলের ১ জন চাঁদা কালেক্টর নিহত হয়েছে। 

নিহত ইউপিডিএফ চাঁদা কালেক্টরের নাম- সাজেক চাকমা (৩৫)। সে নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের বাজেছড়া এলাকার কান্দারা চাকমা ওরফে কুটুক চাকমার ছেলে।

জানা যায়, নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক স্থানের ০৮নং ওয়ার্ডে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সেনাটহলের উপর গুলিবর্ষণ করে ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সন্ত্রাসীরা। এই হামলার পরবর্তী আত্মরক্ষার্তে সেনাটহলদল কর্তৃক পাল্টা হামলায় ইউপিডিএফ (প্রসীত) দলের চাঁদা কালেক্টার সাজেক চাকমা নিহত হয় এবং তার সঙ্গী অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল হতে ১টি এসএমজি, ১টি পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও ০৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়